দৈনিক নিউজ টাইমসের সম্পাদক সোহেল মঞ্জুর আর নেই। সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
সাংবাদিক সোহেল মঞ্জুর স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে মোহাম্মদপুরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রংপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
তিনি দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সোহেল মঞ্জুর দীর্ঘদিন অর্থনীতিবিষয়ক সাংবাদিকতা করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সদস্য ছিলেন সোহেল মঞ্জুর।
তিনি রংপুর জিলা স্কুল ও রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।
