ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যা

নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি নারীপক্ষের

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম

অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সঠিক বিচার দাবি করেছে নারী অধিকার সংগঠন নারীপক্ষ।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বর্ণময়ীর আত্মহত্যার জন্য প্রতিষ্ঠানটির বাংলা কন্টেন্ট সম্পাদক আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তিন মাস আগে স্বর্ণময়ীসহ ২৬ জন কর্মী তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও বাজে আচরণের অভিযোগ করে প্রতিষ্ঠানটির সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছিলেন। তবে অভিযোগ পাওয়ার পরও তিন মাসে তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি বলে অভিযোগ উঠেছে।

নারীপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বর্ণময়ীর মৃত্যুর সঙ্গে যৌন হয়রানির অভিযোগের সম্পর্ক আছে কি না, সেটি নিরপেক্ষ তদন্তেই প্রমাণিত হবে। তবে প্রশ্ন থেকে যায়, ২০০৯ সালে উচ্চ আদালত কর্তৃক কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে দেওয়া নির্দেশনা অনুযায়ী ‘ঢাকা স্ট্রিম’-এ অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন এবং অভিযোগের যথাযথ নিষ্পত্তি করা হয়েছিল কি না।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি অভিযোগ পাওয়ার পর কেবল অভিযুক্ত ব্যক্তিকে বার্তাকক্ষে প্রবেশে নিষেধ করেছিল, তবে তিনি এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। এটি ভুক্তভোগীদের জন্য আরও আতঙ্কের পরিবেশ তৈরি করে।

নারীপক্ষ ‘ঢাকা স্ট্রিম’ কর্তৃপক্ষ ও সরকারের কাছে ২০০৯ সালের আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানিয়েছে। পাশাপাশি তারা সরকারকে অনুরোধ করেছে যাতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনাগুলো সব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করে এর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

DR/FJ
আরও পড়ুন