ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না উপদেষ্টা পরিষদের সদস্যরা: ইসি

  

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহকে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা স্বপদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা।

জবাবে তিনি বলেন, সময় হলেই দেখতে পাবেন। এটা (নির্বাচনে অংশ নেয়া) কারোর পক্ষেই সম্ভব নয়।

এদিকে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সেই সঙ্গে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবে না। আইন যাদের পারমিট করবে তারাই নির্বাচনে অংশ নিতে পারবে।

LH/FJ