বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বরিশালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার। পরে তিনি অংশগ্রহণকারী মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি হ্রাস, উদ্ধার তৎপরতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গত ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১২০ জন অংশগ্রহণকারীকে বিষয়ভিত্তিক আলোচনা, কর্মপরিকল্পনা প্রস্তুত, কার্যপ্রণালী চূড়ান্তকরণ ও আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানের ৩৭৫ জন মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীকে ২ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দলগত মাঠ পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হয়।
