বিদেশ থেকে মোবাইল ফোন আনা এবং দেশে তা রেজিস্ট্রেশন করা নিয়ে প্রবাসীদের মধ্যে সৃষ্ট ধোঁয়াশা ও বিভ্রান্তি দূর করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ও পোস্টে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বিদেশ থেকে ফোন আনা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের জবাবে আসিফ নজরুল জানান, সরকার নতুন কোনো কড়াকড়ি আরোপ করেনি, বরং সুবিধা বাড়িয়েছে। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে একটার বেশি ফোন আনলে ট্যাক্স দিতে হবে, যা সম্পূর্ণ মিথ্যা। সত্য হলো শেখ হাসিনা সরকারের আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এনবিআর-এর ব্যাগেজ রুল পরিবর্তন করে সেই সুবিধা বাড়িয়েছে।’
নতুন নিয়ম অনুযায়ী, বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মীরা এখন নিজের ব্যবহৃত সেটের সঙ্গে শুল্কমুক্ত সুবিধায় দুটি নতুন ফোনসেট আনতে পারবেন। তবে দুইয়ের অধিক আনলে সেটির জন্য ট্যাক্স প্রযোজ্য হবে। অন্যদের জন্য আগের নিয়মই বহাল থাকছে।
ফোন রেজিস্ট্রেশন শুধু প্রবাসীদের জন্য এমন প্রচারণাকে মিথ্যা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘প্রকৃত সত্য হলো আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে যিনিই নতুন মোবাইল ফোন ব্যবহার শুরু করবেন, তাকে ৬০ দিনের মধ্যে সেটটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশে থাকা নাগরিক এবং প্রবাসী সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।’
তিনি ব্যাখ্যা করেন, অবৈধ সেট ব্যবহার করে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই নিয়ম করা হয়েছে। কাউকে হয়রানি করা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
প্রবাসীদের দেশে মাত্র ৬০ দিন থাকার অনুমতি দেওয়া হবে এমন জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার আহ্বান জানান ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, আপনারা গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন।’
প্রবাসীদের অন্যান্য প্রশ্নের উত্তরও দ্রুত জানানো হবে বলে আশ্বস্ত করেন আইন উপদেষ্টা।
অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত