পোস্টাল ব্যালটে নিবন্ধন ছাড়ালো ৯ লাখ ২৭ হাজার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশের মাটিতে বসে ভোট দেওয়ার লক্ষ্যে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নিবন্ধিত ভোটারদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এতে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লাখ ২৯ হাজার ৮৫ জন এবং নারী ভোটার ৯৮ হাজার ৭০৬ জন। মোট নিবন্ধিতদের মধ্যে ৩ লাখ ৩৪ হাজার ৭৭৮ জন বাংলাদেশ থেকে (নির্বাচনি দায়িত্ব পালনকারী ও অন্যান্য) এবং বাকি ৫ লাখ ৯৩ হাজার ৩৮ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী হিসেবে যুক্ত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড এই প্রক্রিয়ায় প্রবাসী ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

প্রক্রিয়া অনুযায়ী, নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি, যেখানে ৫০ লাখ প্রবাসীকে ভোটদান প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

DR/SN
আরও পড়ুন