বেগম জিয়া আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন: আসিফ নজরুল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি নিজের দীর্ঘদিনের শ্রদ্ধা ও সমর্থনের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এসব স্মৃতিচারণ করেন।

ড. আসিফ নজরুল জানান, ১৯৮৮-৮৯ সালের দিকে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান তিনি। ওই সময় একটি কঠিন প্রশ্ন করায় বিএনপির এক শীর্ষ নেতা আপত্তি জানালেও খালেদা জিয়া নিজেই বিষয়টি সামাল দেন এবং হাসিমুখে উত্তর দেন। এরপর আরও কয়েকবার তার একান্ত সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল ড. নজরুলের।

আসিফ নজরুল লেখেন, ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার ওপর যখন মামলা, হয়রানি ও নির্যাতনের খড়্গ নেমে আসে, তখন থেকেই তার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়।

তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যেই খালেদা জিয়ার প্রতি নিজের সমর্থন ও শ্রদ্ধার কথা বলেছি। দীর্ঘ ১৫ বছরে বিএনপির খুব কম নেতাকেই আমি এভাবে তার পক্ষে কথা বলতে দেখেছি।’

বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে তার পরিবারের পাশে থাকতে পারাকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন আইন উপদেষ্টা।

তিনি জানান, জাতীয় পতাকায় মোড়ানো বেগম জিয়ার মরদেহের পাশে থাকা এবং সমাধিতে ফুল দেওয়ার সুযোগ পেয়ে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। দেশের জাতীয় পতাকা সমুন্নত রাখতে খালেদা জিয়া আজীবন যে ত্যাগ স্বীকার করেছেন, সেটিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

DR/SN
আরও পড়ুন