বন্ধ হচ্ছে ইভিএম প্রকল্প, পানিতে প্রায় ৪ হাজার কোটি টাকা

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:২০ পিএম

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনেছিল নূরুল হুদা কমিশন। এসব যন্ত্রের আয়ুষ্কাল হওয়ার কথা ছিল ১০ বছর। কিন্তু কেনার ৫ বছরের মধ্যে অকেজো হয়ে পড়ে এক লাখের বেশি ইভিএম মেশিন। বহুল আলোচিত-সমালোচিত স্বয়ংক্রিয় ভোটপ্রদান যন্ত্র বা ইভিএম প্রকল্প চলতি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইভিএম কিনতে ৩ হাজার ৮২৫ কোটি টাকার ‘ত্রুটিপূর্ণ’ প্রকল্প নিয়েছিল ইসি। যে কারণে এখন এই অবস্থা তৈরি হয়েছে।

এই প্রকল্প আদৌ চালু হবে কিনা সে ব্যাপারেও কমিশন রয়েছে অন্ধকারে। আর সচল থাকা ৪০ হাজার ইভিএমের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে দেড় লাখ ইভিএমের মধ্যে ১ লাখ ১০ হাজার এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। এগুলো ধ্বংস করা হতে পারে বলে জানিয়েছে কমিশন। ফলে সরকারের অনেক সাধের ইভিএমের এখানেই সমাপ্তি।

এ নিয়ে ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, চলতি জুন মাসেই ইভিএম প্রকল্প শেষ হচ্ছে। কমিশনের নির্দেশে ইভিএমগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। ৩০ জুনের আগেই এই কাজ শেষ হবে।

 

HK/FI
আরও পড়ুন