সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার (১৩ জুন) সেনাসদরে এই সাক্ষাৎ হয়।
নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাহিনীদ্বয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। সাক্ষাতের পূর্বে, সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।
