ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে এখনো এক কোটি ৮০ লাখ মানুষ বেকার: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে ছয় মন্ত্রণালয়ের প্রকল্প ও রাজস্ব খাত মিলিয়ে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

দেশে এখনো এক কোটি ৮০ লাখ মানুষ বেকার আছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

তিনি বলেন, দেশে বর্তমানে গ্র্যাজুয়েট বেকারের সংখ্যা ২৫ থেকে ২৬ লাখের মতো। আগামী ২ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে ছয় মন্ত্রণালয়ের প্রকল্প ও রাজস্ব খাত মিলিয়ে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “আজকে যে সংখ্যাটা এসেছে- এটা ছয় মন্ত্রণালয়ের। এর মধ্যে ২ হাজার ৪৬৮ জনের রাজস্ব খাতে ও প্রকল্প বা ট্রেনিংয়ের মাধ্যমে ৮৩ হাজার ৮০৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

“আমরা আশা করছি, এর মধ্যে এর থেকে বেশি করতে পারব। ভবিষ্যতে যাতে আরও বেশি করা যায়, সেই রকম ব্যবস্থা আমরা নিচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আরও কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি।”

রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সংখ্যার হিসাব দিয়ে তিনি বলেন, “ট্রাফিকে ৭০০ জন যুক্ত হওয়ার কথা। ইতোমধ্যে আমরা ২১৪ জন যুক্ত করেছি।”

NC/RH
আরও পড়ুন