ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সন্ত্রাসবিরোধী মামলায় হিজবুতের ৩৬ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

সন্ত্রাসবিরোধী মামলায় গত দুদিনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের অন্তত ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়া নিষিদ্ধঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।’

এর আগে শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছিলেন, তখন পর্যন্ত হিযবুত তাহরীরের মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার সার্বিক নিরাপত্তার স্বার্থেই পল্টনে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়। নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই পল্টনে হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে ‘মার্চ ফর খেলাফত’র একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন