ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগামী বছরের পাঠ্যবই ছাপানোর কার্যক্রম শুরু হচ্ছে আজ

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৫২ এএম

আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কার্যক্রম আগামীকাল ১১ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হচ্ছে।

আগামী বছর যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার লক্ষে আগে থেকেই ছাপার কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন কারণে এ বছর অন্তর্বর্তী সরকারের নির্ধারিত লক্ষ্য মাত্রা ও সময়ে বই বিতরণ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বই বিতরণ কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

MMS
আরও পড়ুন