আসন্ন ঈদুল আজহার দীর্ঘ ছুটি শুরু হতে বৃহস্পতিবার (৫ জুন) থেকে। তবে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আগেই। গত কয়েক দিনের তুলনায় বুধবার (৪ জুন) রাজধানীর কমলাপুর স্টেশনে বেশি ভিড় দেখা গেছে। এর আগে গত ২ জুন এই স্টেশনে ট্রেনের সময়সূচির বিলম্ব হলেও বুধবার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (৪ জুন) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, স্টেশনে প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয়েছে। এভাবে দুই ধাপে যাত্রীদের টিকিট যাচাই করা হচ্ছে। সবশেষ প্ল্যাটফর্মে প্রবেশের আগে আরও একবার টিকিট প্রদর্শন করে যাত্রীদের প্রবেশ করতে হচ্ছে।
স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ দিকে, সময়মতো স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
এ বিষয়ে ঢাকা রেলস্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, যাত্রীদের তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির।
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল