মাতৃভূমির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিমকালে তিনি এ আহ্বান জানান।
সকাল ৭টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে উপস্থিত হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টাসহ অন্যরা। এসময় দেশের কল্যাণের জন্য মুসল্লিদের দোয়া করতে বলেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়ে পৌনে ৮ টায় শেষ হয়। পরে মুনাজাতে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন মুফতি আব্দুল মালেক।
এছাড়া মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় ফিলিস্তিনের নির্যাতিত নারী-পুরুষ ও শিশুদের জন্য দোয়া করা হয়।
