আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে: প্রধান উপদেষ্টা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১২ পিএম

অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে।

রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে। জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি আজ ঐক্যবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল, তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

FJ