জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত আসা তিন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (৫ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার তিনজন হলেন- কক্সবাজারের নাজমুল ইসলাম সোহাগ, নওগাঁর মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং সিলেটের জাহেদ আহমেদ।
পুলিশ জানায়, তারা মালয়েশিয়ায় অবস্থানকালে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। দেশে ও বিদেশে জঙ্গি হামলার প্রস্তুতিরও প্রাথমিক আলামত পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মালয়েশিয়া সরকারের তথ্য অনুযায়ী, গত ২৭ জুন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা, ১৬ জন পুলিশ হেফাজতে এবং ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্য থেকে এই তিনজনকে দেশে আসার পর বিমানবন্দরেই শনাক্ত করে হেফাজতে নেয় এটিইউ।
আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়েছে, তদন্ত চলমান এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাই আসামিদের কারাগারে রাখা প্রয়োজন। আদালত তা মঞ্জুর করেন।
এটিইউ’র ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, তাদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।
মালয়েশিয়ার পুলিশ জানায়, আটক ব্যক্তিরা স্থানীয় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। তারা সিরিয়া ও বাংলাদেশে আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ পাঠাতেন এবং অন্যদের উগ্র মতাদর্শে প্রভাবিত করার চেষ্টা করতেন।