ভোটে আর ব্যবহার হবে না ইভিএম: ইসির সিদ্ধান্ত

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম

নির্বাচনকে স্বচ্ছ রাখার বিষয়টি নিশ্চিত করে ইভিএম ব্যবহার হলেও, তাতে মেলেনি কাঙ্ক্ষিত কোনো ফল। এ অবস্থায় নির্বাচন কমিশন (ইসি) ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান নিবাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার করা হবে না।
 
ইসি সানাউল্লাহ আরও বলেন, জুলাইয়ের শেষে আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

Raj
আরও পড়ুন