ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিনটি স্থলবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে সরকার

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৬:৫৮ পিএম

দেশের তিনটি স্থলবন্দর চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, এই বন্দরগুলোর কার্যক্রমে কোনো অগ্রগতি না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও চারটি স্থলবন্দরের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনালে ১২০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথাও বলা হয়েছে।

এছাড়া, ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এতদিন পর্যন্ত কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকী কেবল 'ক' শ্রেণিভুক্ত ছিল।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

DR/MMS
আরও পড়ুন