ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

শহীদ পরিবাররা এই সরকারের আমলেই বিচার পাবে বলে আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে। এমনভাবে বিচার করা হবে, যাতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায়।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, শাসনকার্যে আমাদের অভিজ্ঞতা কম থাকলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টায় কোনো কমতি নেই।

তিনি আরও বলেন, গণহত্যার বিচারে সরকারের সম্পৃক্ততা এতটাই যে, আমরা নিজেরাই মনে করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবুও সমালোচনা আসে, সরকারে থাকায় তা সহ্য করছি।

তিনি শহীদ পরিবারদের অভিযোগকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তবে অন্য কেউ যদি বলে বিচার দৃশ্যমান নয়, তবে তা তাকে অবাক করে।

শেখ হাসিনার বর্তমান অডিও শুনলে এখনো বোঝা যায়, পুনরায় হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা তার আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে নৃশংসতা ঘটিয়েছে, মুক্তিযুদ্ধের সময়েও সে রকম হয়নি।’

FJ
আরও পড়ুন