প্রকৃত অপরাধীদের শাস্তি না দিলে সবুজ পাসপোর্টধারীদের ভোগান্তি কমবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মার্কিন ভিসা জটিলতার জন্য দায়ী আমরা। আমরা আমাদের এই জায়গায় নিয়ে গেছি। দেশের ভেতরের অস্থিরতা প্রবাসে অবস্থানরত দেড় কোটি মানুষের ওপরও আরোপিত হয়।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সব সেবা দিতে পারছে এমনটা নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিদেশে মিশনগুলোতে সীমাবদ্ধতা থাকায় অনেক চেষ্টার পরও সেবা নিশ্চিত করা যায় না। বিদেশের মিশনগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে থাকবে। তরূণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে বিশ্বের কাছে অনুকরণীয়।
দেশে নির্বাচনে কারচুপি নিয়ে উপদেষ্টা বলেন, কারচুপি শুরু হয়েছে ৭৩ থেকে। মাত্র ৪টি নির্বাচনে এদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বাকিগুলোতে হয়নি।
