ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই ঘোষণাপত্রে আন্দোলনকারীদের সুরক্ষায় যা আছে 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘোষাণাপত্রে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও আন্দোলনকারী ছাত্রজনতার সুরক্ষার বিষয়েও উল্লেখ আছে।

ঘোষণাপত্রে গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।’

পাশাপাশি উল্লেখ আছে, ‘বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে।’

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে, জনগণের দাবি অনুযায়ী অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২০২৪ সালের ৮ আগস্ট একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট)  বিকেল সোয়া ৫টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মারক দলিল হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও পরামর্শ নিয়ে সরকার এটি চূড়ান্ত করেছে। 

FJ
আরও পড়ুন