ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বড় ধরনের বিপর্যয় থেকে অর্থনীতি রক্ষা পেয়েছে: সিপিডি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের সংকট থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফাহমিদা খাতুন বলেন, বড় এক ধরনের সংকট থেকে অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। তবে মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না এবং রাজস্ব আহরণও বাড়ছে না। তাই এই বিষয়গুলোকে আগামী ছয় মাস ও নতুন সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। 

তিনি জানান, গত এক বছরে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ব্যাংক খাতের সংস্কার অন্যতম। এর ফলে রেমিট্যান্স ও রফতানি বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভালো অবস্থায় রয়েছে এবং পতন রোধ করা গেছে।

তিনি আরো বলেন, বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে, যা কাটিয়ে উঠতে হবে। যদিও অন্তর্বর্তী সরকারের সময় নতুন দেশি ও বিদেশি বিনিয়োগ আসা সম্ভব নয়, কিন্তু বিনিয়োগের পরিবেশ তৈরি করলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারের জন্য তা সুবিধাজনক হবে। 

নির্বাহী পরিচালক বলেন, আমরা ইতোমধ্যে জানি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী পাঁচ-ছয় মাসে নতুন করে সংস্কার কার্যক্রম কতটা বাস্তবায়িত হবে বা সুপারিশমালা কতটা অনুসরণ করা হবে, তা বলা কঠিন। এখন পর্যন্ত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপগুলো ধীরগতিতে নেয়া হয়েছে।

উল্লেখ্য সিপিডি আয়োজিত এই আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, সিপিডির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   

LH/FJ
আরও পড়ুন