ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে এই সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে দুই পক্ষ পরস্পর কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের বিচার বিভাগীয় প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও সুশাসন নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় আপনার রোডম্যাপ, স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ ও ন্যায়বিচার নিশ্চিতে গৃহীত পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ করে তিনি প্রধান বিচারপতির নেওয়া কিছু উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন, যেমন- বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচারিক সেবায় স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা প্রদান, লিগ্যাল এইডে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের উদ্যোগ, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু, অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প বাস্তবায়ন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও বেগবান হবে এবং যুক্তরাজ্য এই লক্ষ্যে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত।

প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বিগত এক বছরে বিচার বিভাগে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সকল নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা একটি স্বাধীন, দক্ষ ও আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাক্ষাৎকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিচার বিভাগে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন।

DR/MMS
আরও পড়ুন