সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
তারা যায়, বুধবার (২০ আগস্ট ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কমিটি গঠনে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিবকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)।এছাড়া সদস্য হিসেবে আছেন জননিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।
ভোলাগঞ্জে পাথর লুটে প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা
লুট হওয়া ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার 