ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচন কমিশনে মার্কিন প্রতিনিধির বৈঠক দুপুরে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

বুধবার (২৭ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

ইসির দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি নির্বাচন কমিশন।

এর আগে চলতি মাসের ৫ আগস্ট মার্কিন দূতাবাস ও নির্বাচন কমিশনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় তিন সপ্তাহের বিরতির পর আবারও এমন উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। 

LH/SN
আরও পড়ুন