মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাইকমিশন মিলনায়তনে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা। সংবর্ধনায় হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাইকমিশনার শামীম আহসানের সাফল্য এবং প্রবাসীদের কল্যাণে তার অবদানের কথা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তার নেতৃত্বে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছেন।বক্তারা প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা সহজীকরণসহ নানা ধরনের সহায়তামূলক কার্যক্রমের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিদায়ী বক্তব্যে হাইকমিশনার শামীম আহসান জানান, তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের সহযোগিতা এবং তাদের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছেন।
প্রবাসীদের ন্যায্য দাবিগুলো মালয়েশিয়া সরকারের কাছে তুলে ধরা, তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার কাজে বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
শামীম আহসান ২০২৩ সালের ২০ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্বকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন।
সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা