ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মার্কিন নাগরিক আটক 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে একাধিক অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ১৫ সেপ্টেম্বর (সোমবার) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

পুলিশ নিবিড় জিজ্ঞাসাবাদসহ আরও তথ্য সংগ্রহ এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করার জন্য এনায়েত করিমের সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে অভিযুক্ত এনায়েত করিম চৌধুরীকে মিন্টো রোডে একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখা যায়। এরপর তার গাড়ি থামানো হয়। জিজ্ঞাসাবাদের সময় কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ দুটি আইফোন জব্দ করেছে, যা বিশ্লেষণের পর সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদের সময় এনায়েত করিম স্বীকার করেছেন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তিনি ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসেন। তিনি নিজেকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে পরিচয় দেন।

তদন্ত কর্মকর্তার মতে, এনায়েত জানিয়েছেন, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটি নতুন জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কাজে বাংলাদেশে এসেছিলেন। এনায়েত অভিযোগ করেন, মার্কিন সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের উপর অসন্তুষ্ট।

মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের চেষ্টা করছে এবং জননিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।

MH/MMS
আরও পড়ুন