জঙ্গিবাদের নামে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নবনিযুক্ত প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় এটিইউ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে উগ্রবাদের তেমন উত্থান নেই, তবে যেকোনো সময় তা মাথাচাড়া দিতে পারে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি যেন ভবিষ্যতে দেশে জঙ্গিবাদের কোনো উত্থান না ঘটে।’
এটিইউ প্রধান আরও বলেন, জঙ্গিরা সাধারণ মানুষকে টার্গেট করে মোটিভেট করছে। তারা দেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
সাধারণ মানুষ যেন জঙ্গি ও উগ্রবাদীদের সম্পর্কে তথ্য দিতে পারে, সে লক্ষ্যে ‘ইনফো এটিইউ’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে এটিইউ।
রেজাউল করিম জানান, ‘এ অ্যাপের মাধ্যমে যে কেউ সহজে তথ্য দিতে পারবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে।’
তিনি সবাইকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, উগ্রবাদ দমন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এতে পরিবার, সমাজ ও গণমাধ্যমসহ সবাইকে ভূমিকা রাখতে হবে।
বাধ্যতামূলক অবসরে ৯ পুলিশ পরিদর্শক
ত্রয়োদশ নির্বাচন: কাল শুরু হচ্ছে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ