ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অগ্নিনির্বাপণ কাজে বিলম্বের অভিযোগ আমলে নেওয়া হবে: বিমান উপদেষ্টা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

ফায়ার সার্ভিসকে অনুমতি না দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে এ অভিযোগ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে। তারপরও নির্বাপণ কাজে বিলম্বের যে অভিযোগ আসছে, তা আমলে নেওয়া হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

শেখ বশির উদ্দীন বলেন, এটি একটি কেপিআইভুক্ত এলাকা এখানে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে।

উপদেষ্টা জানান, কার্গো ভিলেজে আমদানি কার্গোর পণ্যগুলো পুড়ে ধ্বংস হয়েছে। বর্তমানে ওজন ও আর্থিক মূল্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক বিশ্লেষণও করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য সব অভিযোগ আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করবে।

বাণিজ্যিক কার্যক্রম চালু রাখার বিষয়ে উপদেষ্টা বলেন, গতকাল রাতেও বাণিজ্যিক কার্গো এসেছে। আমাদের বাণিজ্যিক সহায়তার স্বার্থে এসব কার্যক্রম বন্ধ রাখা সম্ভব নয়। তৃতীয় টার্মিনাল এলাকায় বিকল্প স্থান দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ইনস্যুরেন্স কাভারেজ ও বিমানবন্দরের নিজস্ব বিমা ব্যবস্থার আওতায় সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।

এই ঘটনায় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন। ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি এবং তদন্তে বাংলাদেশ বিমান একটি পৃথক কমিটি গঠন করেছে।

DR
আরও পড়ুন