ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুলিশকে নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার নির্দেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, 'নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়—গণ–অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন। সেই ভাবনা থেকেই দায়িত্ব পালন করতে হবে।'

নির্বাচন ও গণভোটকে ঐতিহাসিক সুযোগ উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচন হচ্ছে সমাজের বিল্ডিং কোড তৈরি করার সুযোগ। যে গণভোট আসছে, তা শুধু ৫ বছরের মেয়াদী নির্বাচন নয়- এটি আরও গুরুত্বপূর্ণ। আমরা এমন এক বিল্ডিং কোড তৈরি করে দেব, যা শতবর্ষ ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে।'

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে 'নতুন বাংলাদেশের জন্ম' হবে, আর সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে পুলিশকে।

প্রধান উপদেষ্টা বলেন, 'কাপুরুষের মতো বসে থাকা নয়- শহীদদের স্বপ্ন পূরণে কাজ করতে চাই।'

SN
আরও পড়ুন