ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়,  প্রতি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে কমিশন দেখা করে। যেখানে ভোটের তারিখসহ নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি রাষ্ট্রপতিকে জাননো হয়। সে রেওয়াজ থেকে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। 

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করে। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করবে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফ‌সিল ও গণভোট নি‌য়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সাথে রাষ্ট্রপতির স্বাক্ষাৎ চে‌য়ে চি‌ঠি পাটানো হয়েছে। 

FJ
আরও পড়ুন