মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কারও কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা গভীরভাবে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কাছাকাছি সময়ে দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচির সমাপনী দিনে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেছেন, প্রবাসে কর্মসংস্থানের দুয়ার খুলেছেন জিয়াউর রহমান। আগামীতে প্রবাসে প্রশিক্ষিত কর্মী পাঠানোর ব্যবস্থা করবে বিএনপি।

এতে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন হবে বলে মনে করেন তিনি।

NB/AHA