ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার কেবল পুলিশের ওপর নির্ভর করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এ ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে বারবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে।’
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীলতা তৈরি করে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। আমরা একাত্তর এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি।’
আসন্ন গণভোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক জানান, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা কাজ করবেন।
স্বাধীনতাবিরোধীরা আবারও মাথাচাড়া দিতে চায়: ফখরুল