পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতেই ’৭১-এ সাহায্য করেছিল ভারত: পরওয়ার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল মূলত পাকিস্তানের কাছে নিজেদের আগের পরাজয়ের প্রতিশোধ নিতে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বিজয় ম্যারাথন’ শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত ৫৪ বছর যাবত একটি আধিপত্যবাদী শক্তি আমাদেরকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ আস্বাদন করতে দেয়নি। যখনই গোটা জাতি আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় শামিল হয়েছে, তখনই ওসমান হাদির ওপর হামলা ভিন্ন বার্তা দিচ্ছে। যারা চায় না বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তিকে নির্বাচনে জয়ী করুক, তারাই হাদির ওপর হামলার জন্য দায়ী।’

এর আগে মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া বিজয় ম্যারাথন রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সমাপনী বক্তব্যে তরুণ প্রজন্মের উদ্দেশে জামায়াত নেতা বলেন, ‘জেনারেল নিয়াজিকে কেন জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল, সেই ইতিহাস জানার জন্য আমি তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ আধিপত্যবাদবিরোধী ইসলামী শক্তিকেই তাদের ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে।’

DR/FJ
আরও পড়ুন