মায়ের জানাজায় দোয়া চাইলেন তারেক রহমান 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দোয়া চান।  

তিনি বলেন, ‘উপস্থিত ভাইবোনেরা। আমি মরহুমা খালেদা জিয়ার জ্যৈষ্ঠ ছেলে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে আপনাদের কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমার মায়ের কথায়, তার ব্যবহারে কেউ আঘাত পেয়ে থাকলে, তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। তাকে মাফ করে দেবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ’

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদেশি প্রতিনিধিরা অংশ নেন। 

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

FJ
আরও পড়ুন