কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে: ফখরুল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

দেশের এই সংকটময় মুহূর্তে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

শুভেচ্ছা বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। দেশে উন্নয়নের ও পরিবর্তনের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।’

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং গণমাধ্যমের সঙ্গে এই সরাসরি মতবিনিময়কে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

DR
আরও পড়ুন