ঢাকা-৪ ও ৫ আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বিশাল জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ১১টায় শুরু হওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সকাল থেকেই যাত্রাবাড়ী, ডেমরা ও মাতুয়াইলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। নির্দিষ্ট সময়ের আগেই কাজলা এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন জামায়াত কর্মীরা।
জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, দেশে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করতে তারা এবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চান।
এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে দেশের বিদ্যমান ঘুণে ধরা রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত জামায়াত কর্মীরা।
আমিরের বক্তব্যকে কেন্দ্র করে যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।
প্রজাতন্ত্র দিবসে ভারতীয় হাইকমিশনে জামায়াত নেতারা
