বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ভুয়া নাটক দেশের মানুষ বর্জন করেছে।
বুধবার (৮ মে) বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে প্রবাসীদের সুরক্ষা ও তাদের পরিবারের নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আজ অনুষ্ঠিত ১৩৯ উপজেলা পরিষদ কোনো কোনো কেন্দ্রে ১ জন ভোটারও আসেনি। দেশের মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করছে বিএনপি। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
তিনি বলেন, প্রবাসীরা সর্বত্র হয়রানির শিকার হচ্ছেন, প্রবাসীদের নিরাপত্তা না থাকলে সরকারেরও নিরাপত্তা থাকবে না। প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করে দিলে সরকার ৭ দিনের মধ্যে মুখ থুবড়ে পড়বে।
তিনি আরও বলেন, এই সরকার দরিদ্র মানুষকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা স্বাধীনতার পক্ষের শক্তি হলে গণতন্ত্র হরণ করে বাকশাল-২ কায়েম করতে পারতো না। দেশে মানুষের স্বাধীনতা নেই, মানুষের কোন ধরনের অধিকার নেই।
