ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপি-জামায়াত ধর্মানুভূতি নিয়ে অপরাজনীতি করে: হাছান মাহমুদ

আপডেট : ১৪ মে ২০২৪, ০২:৩৯ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াত ধর্মীয় (সেন্টিমেন্ট) অনুভূতি নিয়ে অপরাজনীতি করে। ফিলিস্তিনে গণহত্যা নিয়ে তারা একটা শব্দ উচ্চারণ করেনি। 

মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপি'র দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে’ তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াতের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র-পরিকল্পনা ভেস্তে যাবার পর তারা আন্তর্জাতিক ইসলাম বিরোধী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিনে রাখতে হবে। এদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে। 

হাছান মাহমুদ আরও বলেন, এদেশের কিছু লেবাসধারী ইসলামি দল সরকারের বিষোদগার করে কথায় কথায় সমাবেশ করে। আজকে দীর্ঘ সাত মাসের অধিক সময় ফিলিস্তিনের উপর গণহত্যা হচ্ছে। নারী ও শিশু নির্বিচারে হত্যা করা হচ্ছে। পঁয়ত্রিশ হাজার মানুষ হত্যা করা হয়েছে যার মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু। অথচ এরা ইসরায়েলের বিরুদ্ধে একটা  একটা শব্দ উচ্চারণ কিংবা একটা মিছিলও করেনি।

তিনি আরও বলেন, ধর্মীয় লেবাসধারীরা সরকার পতনের জন্য আন্দোলন করে কিন্তু  ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে  কেনো প্রতিবাদ করেনা।

 

SN/AST
আরও পড়ুন