বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেছেন কেন এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা হচ্ছে না। রোববার (২৭ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, এই সরকারের প্রায় তিন মাস হতে চলেছে। কিন্তু এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের তৈরি করা কালো আইন কেন বাতিল করা হচ্ছে না। আমরা প্রতিবাদ করেছিলাম বিগত ১৫ বছর সংবাদপত্রের স্বাধীনার জন্য রাজপথে ছিলাম। সংবাদপত্র কর্মী, প্রকাশক, রিপোর্টার এডিটরিয়ার স্টাফ তারাও রাজপথে ছিলেন।
সাবেক তথ্য মন্ত্রী মঈন খান বলেন, আমরা প্রতিবাদ করেছিলাম, সংবাদ পত্রের টুটি চেপে ধরা যাবে না। আমরা বাক-স্বধীনতা ও গণতেন্ত্রর কথা বলেছি, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট আইন করেছিল। আজেকে প্রশ্ন করতে চাই কেন এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা হচ্ছে না। অনুষ্ঠানে তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাফল্য কামনা করেন।
