ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আগামী জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি এলডিপির

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৪ পিএম

প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে আগামী বছরের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর আসাদগেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এ দিন তিনি সদ্যগঠিত নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে এলডিপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রবীণ রাজনীতিক আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে বাংলাদেশ এলডিপির নেতৃত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি সার্বক্ষণিক রাজনীতিতে নেই।

শাহাদাত হোসেন সেলিম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিতে আবদুল করিম আব্বাসী একজন প্রাজ্ঞ রাজনীতিক, সাবেক হুইপ ও সংসদ সদস্য। বাংলাদেশ এলডিপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, রাজনীতিতে সাবেক এমপি আব্বাসীর অবদান অনস্বীকার্য।

এ সময় আবদুল করিম আব্বাসী নিজেও দলের প্রতি, নতুন কমিটির নেতাদের প্রতি শুভকামনা জানান।

তিনি বলেন, ১৫ বছর ধরে দেশের মানুষ নিজেদের মতপ্রকাশ করতে পারেনি, ভোট প্রয়োগ করতে পারেনি। তাই জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশার বাইরে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের কোনো সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই। তাই অবিলম্বে নির্বাচনমুখী সংস্কার কাজ সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর প্রতিনিধি সভায় বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হন শাহাদাত হোসেন সেলিম। আগের চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি দলের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

MMS
আরও পড়ুন