ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএনপির সমাবেশ আজ, রাতেই কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল

আপডেট : ১৩ মে ২০২৫, ০৭:০৮ পিএম

খবর সংযোগ ডেস্ক: রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে আজ। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ শুক্রবার রাতেই কানায় কানায় ভরে গেছে। রাতভর স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো সমাবেশস্থল। বৃহস্পতিবার রাত থেকে আশপাশের জেলা থেকে লোকজন এসে শহরে অবস্থান নিয়েছে। আজ শনিবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দেবে তারা।

এই সমাবেশকে উদ্দেশ করে ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে তারা আগেভাগে নিজ জেলা থেকে নানা উপায়ে এসে রংপুরে অবস্থান নিয়েছে।

সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, কোন বাধা আমাদের সমাবেশ ঠেকাতে পারবে না। দেশের মানুষ তাদের দাবি আদায়ের জন্য এই সমাবেশে যোগ দেবেন।

রংপুরে অবস্থানরত বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে বলেন, এই গণসমাবেশের মধ্যদিয়ে বিএনপি গণতান্ত্রিক রাজনীতির এক দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিবহন ধর্মঘট চলা সত্ত্বেও বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যে যেভাবে পেরেছেন চলে এসেছেন।

বিএনপির এই সমাবেশর আগেই ডাকা হয়েছে পরিবহন ধর্মঘট। গত শুক্রবার ভোর ৬টা থেকে চলছে এই পরিবহন ধর্মঘট। চলবে আজ শনিবার সন্ধা ৬টা পর্যন্ত।

AHR
আরও পড়ুন