অবশেষে ব্যাংকক গেলেন পার্থর স্ত্রী শাইরা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:০৯ পিএম

অবশেষে ব্যাংকক গেলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন। রোববার (১৮ মে) দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ এ তথ্য নিশ্চিত করেন।

তবে শাইরা শারমিনের এই বিদেশযাত্রা এতটা সহজ ছিল না। গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন জানালেও তাকে সেদিন যেতে দেওয়া হয়নি।

স্ত্রীর বিদেশযাত্রায় বাধা নিয়ে ব্যারিস্টার পার্থ তখন বলেছিলেন, ‘আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আছি। আমার পরিবারের সদস্যরা আইন মেনেই দেশত্যাগ করবে।’

ঠিক কী কারণে শাইরার বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছিল, এখনো তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, তিনি শেখ পরিবারের সদস্য—অর্থাৎ বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলালের কন্যা ও বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বোন হওয়ায় বিষয়টি হয়তো ভিন্ন নজরে দেখা হয়েছিল।

AA/AHA
আরও পড়ুন