ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠকের ভিডিওটি পাকিস্তানের

আপডেট : ২৯ মে ২০২৫, ১২:১৬ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তিনি দিল্লি থেকে হেলিকপ্টরে ওড়িশায় পৌঁছেছেন। তবে, যাচাইয়ে দেখা গেছে ভিডিওটি পুরোনো এবং পাকিস্তানের ভিন্ন একটি ঘটনার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারত, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো ঘটনার নয় বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের মিয়া চান্নুতে পৌঁছানোর দৃশ্যের। 

ভুয়া দাবিতে ছড়ানো পোস্ট

অনুসন্ধানের শুরুতে পাকিস্তানি গণমাধ্যম ‘SUNO NEWS HD’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগষ্ট ‘Exclusive | CM Punjab Maryam Nawaz Helicopter Entry at Mian Channu | Heavy Protocol | Arshad Nadeem’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

ওই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের হেলিকপ্টারে মিয়া চান্নুতে আগমনের দৃশ্য, যেখানে তার সফরের জন্য নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম ‘Express News’ এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়।

মূল ঘটনা নিয়ে হওয়া পোস্ট

অর্থাৎ, ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগের নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

JA