জাতীয় নির্বাচনের সময় পেছানোর পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচনকে ঘিরে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে দলটি।
সোমবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৯ জুলাই (বৃহস্পতিবার) সেখানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে সামনে রেখে উদ্যান পরিদর্শন করেন তিনি।
গোলাম পরওয়ার জানান, আসন্ন জাতীয় সমাবেশের মূল উদ্দেশ্য হলো- নির্বাচনের আগে রাজনৈতিকভাবে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি তোলা। পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (Proportional Representation - PR) নির্বাচনি ব্যবস্থা চালু, রাজনৈতিক সংস্কার এবং বিচার বিভাগের দৃশ্যমান অগ্রগতির দাবিও থাকবে এই সমাবেশে। তিনি বলেন, 'জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে এসব বিষয় নিশ্চিত করা।'
তিনি আরও জানান, এই সমাবেশে দেশের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন সংকট নয়, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়- এটাই জামায়াতের লক্ষ্য।
সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনের সময় গোলাম পরওয়ারের সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
জামায়াত নেতাদের মতে, সুষ্ঠু নির্বাচনি, পরিবেশ সৃষ্টি করতে না পারলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, যা দেশের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
