ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কক্সবাজারে এনসিপির পথযাত্রা শুরু, নেতৃত্বে নাহিদ-হাসনাত

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রা। এতে নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সংগঠক তাসনীম জারা। 

শনিবার (১৯ জুলাই) দুপুর পৌঁণে ১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই পথযাত্রা শুরু হয়। পথযাত্রাটি কক্সবাজার পাবলিক লাইব্রেরী ময়দানে গিয়ে জনসমাবেশে অংশ নিবে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন জানান, কক্সবাজারে গোপালগঞ্জের মতো কোন ঘটনা হবে না। তিনি বলেন, কক্সবাজার আসার পথে কেন্দ্রীয় নেতারা  চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন।

SN
আরও পড়ুন