ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে: মঈন খান

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

আওয়ামী লীগ সব দিক দিয়েই দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, ২০০৮ সালের নির্বাচন ছিল পরিকল্পিত এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা করা হয়েছে। বিএনপির প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিএনপির এই নেতা নির্বাচন প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ দেবে বলে আমরা আশা করি।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মীর সরফৎ আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

MH/FJ
আরও পড়ুন