বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি যেন পিছিয়ে মার্চ-এপ্রিলে না হয় ।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘আইনশৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। কিন্তু সরকার ফেব্রুয়ারির কথা বলেছে, আমরা মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি। তবে সময় আর বাড়ানো যাবে না।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস ব্যাপক হারে বেড়েছে। মানুষের প্রত্যাশা ছিল স্বৈরশাসনের পতনের পর শান্তিতে বসবাস করবে, কিন্তু এখন বিভেদ আর অনিশ্চয়তায় মানুষ বসবাস করছে।
পুলিশের ভূমিকা নিয়ে দুদু বলেন, ১৫ বছর ধরে পুলিশ স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে, ছাত্র-জনতাকে গুলি করেছে। তাদের নিজেদেরও সংশোধন হতে হবে।
তিনি আরও বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। স্বৈরতন্ত্র থেকে মুক্ত হলেও গণতন্ত্রের উত্তরণ এখনো সম্ভব হয়নি। তাই প্রতিশ্রুত ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদার। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, ফরিদা ইয়াসমিন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমুখ।
জুলাই সনদ সংবিধানের ওপর প্রাধান্য পেলে খারাপ নজির হবে: সালাহউদ্দিন