নির্বাচন ফেব্রুয়ারিতে হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার আমাদের শর্ত ও দাবিগুলো নিশ্চিত করবে, তারপরই জামায়াত নির্বাচনে অংশ নেবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত ও দাবিগুলো আমরা দিয়েছি, সেগুলো এনসিওর করে নির্বাচন দিতে হবে। অন্যথায় নির্বাচন হবে না। জনগণ চাইলে নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি দেশের জন্য কল্যাণকর হবে এবং ভোটারদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে।’
তিনি বলেন, ‘ফেয়ার ইলেকশন ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে একটা বেস্ট পদ্ধতি।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি। পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। সেই হিসেবে আমরা তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি।’
মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিলেন জামায়াত নেতারা