জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিসহ পাঁচ দফা দাবিতে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ অক্টোবর) এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করবে দলটি।
রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দল যৌথভাবে এই ৫ দফা গণদাবি উপস্থাপন করেছে। জনগণের সার্বিক সমর্থনই এই আন্দোলনের প্রধান শক্তি।’
ঘোষিত পাঁচ দফা গণদাবি-
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই তার ওপর গণভোট আয়োজন।
- আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ ও নিম্ন কক্ষ) পিআর পদ্ধতি চালু।অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
- বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই পাঁচ দফা জনগণের ন্যায্য দাবি। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির পথে এগিয়ে যাবে।’
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
জনগণ জামায়াতকে ক্ষমতায় পাঠালে সাহসী সরকার গঠন করা হবে
অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির